ঘুমন্ত অবস্থায় ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু

0

 ঢাকা অফিস: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ঘুমন্ত অবস্থায় ট্রেনে কাটা পড়ে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। উপজেলার স্বল্পদশাল এলাকায় আজ রোববার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সমর এ খবর নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিরা হলেন স্বল্পদশাল গ্রামের মৃত মো. হেকিমের ছেলে স্বপন (২২) ও রিপন (২৪) এবং একই গ্রামের মৃত কুরবান আলীর ছেলে মুখলেছ (২৮)। স্থানীয়রা জানান, গতকাল শনিবার রাতে ওই তিনজন তাঁদের বাড়ির পাশের একটি জলাশয়ে মাছ শিকারে যান। এরপর ক্লান্ত হয়ে পড়লে গ্রামের ব্র্যাক কার্যালয়ের সামনে রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েন। এর মধ্যে আজ ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা ‘হাওলাদার এক্সপ্রেস’ ট্রেনটি ওই লাইনে এলে ঘুমন্ত অবস্থায় তিনজন কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।পুলিশ জানিয়েছে, লাশগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ তিনটি ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।

Share.