ঘুরে দাঁড়িয়ে জার্মানির দারুণ জয়

0

স্পোর্টস ডেস্ক: ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে জার্মানি। সেখান থেকে ঘুরে দাঁড়ায় জোয়াখিম লুভের দল। ঘুরে দাঁড়িয়ে ইউক্রেনের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা। উয়েফা নেশন্স লিগে গতকাল শনিবার রাতে ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের ম্যাচে ৩-১ গোলে জিতেছে জার্মানি। ইউক্রেনের হয়ে একমাত্র গোলটি করেন রোমান ইয়ারেমচুক। জার্মানির পক্ষে জোড়া গোল করেন টিমো ভেরনার। আরেকটি গোল করেন সানে। লাইপজিগের রেড বুল অ্যারেনায় ১২ মিনিটেই এগিয়ে যায় ইউক্রেন। প্রতিপক্ষের ডি-বক্সে বল পেয়ে জোরালো শটে জাল খুঁজে নেন ফরোয়ার্ড রোমান ইয়ারেমচুক। তবে এগিয়ে যাওয়ার স্বস্তি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইউক্রেন। ম্যাচের ২৩ মিনিটে ঘুরে দাঁড়ায় জার্মানি। বাঁ-পায়ের জাদুতে দারুণ গোলে দলকে সমতায় ফেরান সানে। এরপর জোড়া গোল করেন ভেরনার। ম্যাচের ৩৩ মিনিটে দলকে এগিয়ে দেন ভেরনার। প্রতিপক্ষের ডি-বক্সে গোরেটস্কারের কাছ থেকে বল পেয়ে হেডে ঠিকানা খুঁজে নেন তিনি। এরপর ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান ভেরনার। সঙ্গে নিশ্চিত হয় জার্মানির বড় জয়। পাঁচ ম্যাচে দুই জয় ও তিন ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে জার্মানি। দিনের আরেক ম্যাচে সুইজারল্যান্ডের মাঠে ১-১ ড্র করেছে স্পেন। আট পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে দলটি। ছয় পয়েন্ট নিয়ে তৃতীয়তে আছে ইউক্রেন। আর ৩ পয়েন্ট নিয়ে চারে আছে সুইজারল্যান্ড।

Share.