ঘুষ নিতে গিয়ে সিভিল এভিয়েশনের কর্মকর্তা গ্রেফতার

0

ঢাকা অফিস: বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর অ্যান্ড কনসালটেন্ট এইচ এম রাশেদ সরকারকে একলাখ টাকা ঘুষ নেওয়ার সময় গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের গণসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য রাশেদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে উত্তরায় বিএফসি নামের একটি রেস্টুরেন্ট থেকে রাশেদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বাণিজ্যিক পাইলট পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য একজনের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ এনেছে দুদক। দুদকের প্রধান কার্যালয় উপ-পরিচালক এনফোর্সমেন্ট মাসুদুর রহমানের নেতৃত্বে একটি দল এই ফাঁদ-মামলা পরিচালনা করেন।

Share.