বুধবার, জানুয়ারী ২২

চলতি অর্থবছর বাংলাদেশের প্রবৃদ্ধি ৭.২ শতাংশ!

0

ঢাকা অফিস: চলতি ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের মোট জাতীয় উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৭ দশমিক দুই শতাংশ। বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস-২০২০ প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়। প্রতিবেদনে বলা হয়, আগামী দুই অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৭ দশমিক ৩ শতাংশ হারে। যদিও ২০১৮-১৯ অর্থবছরে এ দেশের জিডিপি প্রবৃদ্ধি হয় ৮ দশমিক এক পাঁচ শতাংশ।আর চলতি ২০১৯-২০ অর্থবছরে সরকারের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা আছে ৮ দশমিক ২ শতাংশ। চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যদ্বন্দ্বের কারণে বাংলাদেশের রপ্তানি বাড়ায় গেলো অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৮ শতাংশের বেশি হয় বলে দাবি করে বিশ্বব্যাংক। সংস্থাটির পূর্বাভাস প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি অর্থবছরে সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধির তালিকায় চার নম্বরে থাকবে বাংলাদেশ।

Share.