চলন্তিকা বস্তিতে আগুন, দুজন দগ্ধ

0

ঢাকা অফিস: রাজধানীর রূপনগরের সেকশন-৬ ব্লক-সি এলাকার চলন্তিকা বস্তিতে আবারও আগুন লেগেছে। শুক্রবার (২৪ জানুয়ারি)  বাংলাদেশ সময় ভোর ৪টা ৯ মিনিটে এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ভোর ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে বেশকিছু ঘর পুড়ে গেছে এবং দুজন দগ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।  ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের অপারেটন জিয়াউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে কীভাবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানানো হয়নি। তদন্ত সাপেক্ষে এসব তথ্য জানানো হবে বলেও জানান জিয়াউর রহমান।  জানা যায়, অগ্নিকাণ্ডে বস্তির বাসিন্দা পারভিন (৩৫) ও  শহিদুল ইসলাম (২০) নামে দুজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বলেন, ‘শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দগ্ধ নারীর শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।’  এর আগে, গত বছরের ১৬ আগস্ট বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২২ মিনিটে চলন্তিকা বস্তিতে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট কাজ করে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

Share.