চাঁদপুর পুরান বাজারে ৫ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

0

বাংলাদেশ থেকে চাঁদপুর প্রতিনিধি: পুরান বাজারে ৫ লক্ষ মিটার নতুন নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে চাঁদপুর পুরান বাজার ফাঁড়ির পুলিশ। ২৫ মার্চ বৃহস্পতিবার ভোরে পুরানবাজার ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কামাল খানের দোকানে অভিযান চালিয়ে ৬টি বস্তা বোঝাই কারেন্ট জাল গুলো জব্দ করেন। চলতি মার্চ-এপ্রিল ২ মাস জাটকা নিধন সম্পূর্ণ বন্ধ থাকা সত্ত্বেও অসাধু ব্যবসায়ী কামাল খান অবৈধ কারেন্ট জাল জেলেদের কাছে বিক্রি করে। এই সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুরানবাজার ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ী কামাল খানের দোকান থেকে নতুন কারেন্ট জাল জব্দ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ী কামাল খান পালিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান দীর্ঘদিন যাবৎ চাঁদপুর পুরান বাজার ফলপট্টি এলাকার অসাধু ব্যবসায়ী সুমন ও উত্তম মিলে মুন্সিগঞ্জ থেকে কারেন্ট জাল এনে লক্ষ্মীপুর ৬ নং ওয়ার্ড কামালের দোকানে ও বসতবাড়িতে রেখে নিষিদ্ধ কারেন্ট জাল গুলো বিক্রি করে। এ বিষয়ে পুরান বাজার ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম আমাদের প্রতিনিধি কে জানান, চাঁদপুর বহরিয়া লক্ষীপুর ও হরিণ এলাকা জেলেদের কাছে নতুন জাল বিক্রি করার খবর শুনে কামাল খানের দোকানে ও বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাতেন খানের ছেলে কামাল খান পালিয়ে যায়। অসাধু ব্যবসায়ী কামাল খানের বসতঘর ও দোকানে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এছাড়াও অবৈধ কারেন্ট জাল ব্যবসার সাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.