চাল চুরির অভিযোগে গণপিটুনির শিকার দুই ইউপি সদস্য

0

বাংলাদেশ থেকে ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া এলাকায় ভিজিএফ চাল চুরির অভিযোগে দুই ইউপি সদস্যকে গণপিটুনি দিয়েছে জনতা। এ সময় জনতার রোষানল থেকে ইউপি চেয়ারম্যান রুহুল আমিন হেপলু বাঁচতে দৌড়ে পালিয়ে যান। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার দুই ইউপি সদস্য হলেন- রেজাউল করিম ও আব্দুস ছালাম। স্থানীয়রা বলছে, সকাল থেকে দেওপাড়া ইউনিয়ন পরিষদ ভবন থেকে ঈদ উপলক্ষে ইউনিয়নের ভিজিএফ-এর চাল বিতরণের কার্যক্রম চলছিল। কিন্তু চাল বিতরণ শেষ না করেই বিকালে ৩০ কেজির ১২৫ বস্তা (৩৭৫০ কেজি) চাল অটোরিকশা বোঝাই করে পাচার করছিলেন ইউপি সদস্য রেজাউল করিম ও আব্দুস ছালাম। এ সময় উপস্থিত জনতা রাস্তায় চালসহ দুই ইউপি সদস্যকে ঘেরাও করে। পরে উত্তেজিত জনতা তাদের দুজনকে গণপিটুনি দিয়ে আটকে রাখে। এসময় চেয়ারম্যান রুহুল আমিন হেপলু দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশ ও প্রশাসনের লোকজন এসে চালসহ জনতার হাতে আটক দুই ইউপি সদস্যকে উদ্ধার করে। চাল চুরির অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য আব্দুস ছালাম বলেন, চেয়ারম্যানের নির্দেশে তারা চালের বস্তাগুলো সরিয়ে নিয়ে দেলুটিয়া থেকে বিতরণ করতে চেয়েছিলেন। দেওপাড়া ইউপি চেয়ারম্যান রুহুল আমিন হেপলু জানান, জনগণের সুবিধার জন্য তার নিজ এলাকা দেলুটিয়া বাজার থেকে চালগুলো বিতরণ করতে চেয়েছিলেন তিনি। তাই ওই এলাকার দুই ওয়ার্ড সদস্যদের মাধ্যমে অটোরিকশাযোগে পরিষদ থেকে চাল পাঠান তিনি। কিন্তু একটি মহল পথে চাল আটকে দেয় এবং চুরির অপবাদ দেয়। ঘাটাইল থানার উপ-পরিদর্শক পলাশ আহমেদ বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক বলেন, ইউনিয়ন পরিষদের বাইরে ৩৭৫০ কেজি চাল পাওয়া যায়। যে চালগুলো জনগণ আটক করেছে। চালগুলো ইউনিয়ন পরিষদের পশুসম্পদ কক্ষে সিলগালা করে রাখা হয়েছে।

Share.