চিকিৎসকরা যথাসময়ে ক্লিনিকে উপস্থিত থাকেন না : ইন্দিরা

0

ঢাকা অফিস: রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করতে চিকিৎসকদের প্রতি অনুরোধ জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। তিনি বলেন, ‘আমি মাঝেমাঝে বিভিন্ন ক্লিনিকে গিয়ে দেখি, যথাসময়ে চিকিৎসকরা উপস্থিত থাকেন না। তাদের উচিত ঠিক সময়ে কর্মস্থলে থেকে মানুষকে ভালো সেবা দেওয়া।’ শুক্রবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যায় মুন্সীগঞ্জের মিরকাদিম পৌর মাঠে মা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, হেলথ ক্যাম্প ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। বিএনপির আমলে কমিউনিটি ক্লিনিক বন্ধের সমালোচনা করে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া এ দেশের মানুষের মঙ্গল চাইতেন না। তিনি রাজাকার-আলবদর ও তাদের দোসরদের নিয়ে ক্ষমতায় এসে ২০০১ সালে কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছিলেন। শেখ হাসিনা ২০০৮ সালে ক্ষমতায় এসে ক্লিনিকগুলো আবার চালু করেছেন। বিগত ১৬ বছরে সারা বিশ্বে যেখানে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে ৫.৫ বছর, সেখানে বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে ৭.২৫ বছর। এখানে সরকারের বড় ভূমিকা রয়েছে।’ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক বদরুননেছা, অতিরিক্ত সচিব আনোয়ারা বেগম, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ। এ সময় ১১০ জন মায়ের হাতে অনুদানের চেক তুলে দেন প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

Share.