চীনা পররাষ্ট্রমন্ত্রীও যুক্তরাষ্ট্র সফরে যাবেন

0

ডেস্ক রিপোর্ট:  চীনা পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফরে সম্মত হয়েছেন। কেননা চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গতকাল রবিবার বেইজিংয়ে অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে কিন গ্যাংয়ের বৈঠক হয়। দুজনের মধ্যে ‘গঠনমূলক’ আলোচনার পর কিন গ্যাং ওয়াশিংটন সফরে যেতে সম্মত হন। মার্কিন পররাষ্ট্র দপ্তর এসব তথ্য জানায়। অ্যান্টনি ব্লিঙ্কেন গতকাল দুই দিনের সফরে চীন যান। প্রায় পাঁচ বছরের মধ্যে এই প্রথম কোনো শীর্ষ মার্কিন কূটনীতিক বেইজিং সফর করছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাট মিলার বলেন, চীনা পররাষ্ট্রমন্ত্রীকে (কিন গ্যাং) যুক্তরাষ্ট্র সফরের জন্য ব্লিঙ্কেন আমন্ত্রণ জানিয়েছেন। উভয়ের উপযুক্ত সময়ে এই সফরের সময় নির্ধারণে তাঁরা সম্মত হয়েছেন। আজ সোমবার চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইর সঙ্গে বেইজিংয়ে বৈঠক করেছেন ব্লিঙ্কেন।

Share.