চুরির ভয়ে রাত জেগে পেঁয়াজ ক্ষেত পাহারা!

0

ঢাকা অফিস: চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজ চুরির ভয়ে রাত জেগে ক্ষেত পাহারা দিচ্ছে কৃষকরা। পেঁয়াজের জমিতে চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় এই পথ বেছে নিতে বাধ্য হয়েছেন তারা। জানা গেছে, বেশি দাম পাবার আশায় ২ মাস আগে চাঁপাইনবাবগঞ্জের অনেক কৃষক জমিতে আগাম জাতের পেঁয়াজের বীজ রোপণ করেছিলেন। এখন পেঁয়াজের আকার বড় হয়ে উঠেছে। আর দুই তিন সপ্তাহের মধ্যে পেঁয়াজ তোলার উপযোগী হবে। এদিকে বর্তমানে পেঁয়াজের দাম ভালো থাকায় এর মধ্যেই বিভিন্ন এলাকার ক্ষেত থেকে পেঁয়াজ চুরি করছে চোরের দল। তাই চুরি ঠেকাতে কৃষকরা দলবদ্ধ হয়ে রাত জেগে পেঁয়াজ ক্ষেত পাহারা দিচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হায়াত মোড়ের ময়েজ জানান, এক বিঘা জমিতে পেঁয়াজ চাষে ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচ হয়। কিন্তু গত বছর পেঁয়াজ কম দামে বিক্রি হয়েছে। তবে এবার পেঁয়াজের বাজার ভালো, আবহাওয়াও অনুকূলে, ভালো ফলন হবে বলে আশা করেন তিনি। তিনি মনে করেন, শেষ পর্যন্ত যদি বাজার এমন থাকে তাহলে লাভের মুখ দেখবে কৃষকরা। আমিরুল নামে অন্য এক কৃষক জানান, আগাম পেঁয়াজ লাগালে দাম বেশি পাওয়া যায়। তাই এবার তিনি ২ বিঘা জমিতে আগাম জাতের পেঁয়াজ চাষ করেছেন। ভালো ফলন পাবেন বলে আশা করছেন তিনি। তবে এরই মধ্যে পেঁয়াজের জমিতে চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটাচ্ছেন তিনি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা জানান, চাঁপাইনবাবগঞ্জের মাটি ও আবহাওয়া পেঁয়াজ চাষের উপযোগী। চলতি বছর জেলায় ২ হাজার ৫শ’ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। ইতোমধ্যে ৪০৫ হেক্টর জমিতে আগাম জাতের পেঁয়াজ চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ৫ হাজার ২৭৮ মেট্রিক টন ফলন আশা করা হচ্ছে।

Share.