ছাত্রলীগের ডাকে ক্যাম্পাসে আসবেন না ভূক্তভোগী

0

 বাংলাদেশ থেকে ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় ভূক্তভোগীকে আজ রবিবার ক্যাম্পাসে ডেকেছিল শাখা ছাত্রলীগের তদন্ত কমিটি। তবে নিরাপত্তার স্বার্থে ভূক্তভোগী ক্যাম্পাসে আসবেন না বলে জানিয়েছেন তার বাবা আতাউর রহমান। রবিবার বেলা ১১ টার দিকে তিনি এ কথা জানান। এদিকে ভুক্তভোগী ক্যাম্পাসে না আসলে অনলাইনে তার সাক্ষাতকার গ্রহণ করবেন বলে জানিয়েছেন শাখা ছাত্রলীগের গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি কামরুল হাসান অনিক। ভুক্তভোগীর বাবা আতাউর রহমান বলেন, ছাত্রলীগের তদন্তের কাজে যদি আমার মেয়ের সাক্ষাতকার নেওয়া প্রয়োজন হয় তবে তারা আমাদের বাড়িতে আসুক। আমরা নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাসে যেতে পারবো না। শাখা ছাত্রলীগ কর্তৃক গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক কামরুল হাসান অনিক বলেন, ভুক্তভোগী ক্যাম্পাসে না আসলে আমরা অনলাইনে তার সাক্ষাতকার গ্রহণ করবো। এছাড়াও আজকের মধ্যে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর নিয়ে কেন্দ্রে তদন্ত প্রতিবেদন জমা দেবেন বলেও জানান তিনি। এর আগে শনিবার ভুক্তভোগী জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যদি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে তাহলে আমি ক্যাম্পাসে আসবো। বাড়ি থেকে যদি নিরাপত্তা দিয়ে ক্যাম্পাসে নিয়ে যায় তাহলে আমি আসবো। না হলে আমি আসবো না, তারা আমাদের বাসায় আসুক।

Share.