ছেলের আঘাতে পিতার পর মায়েরও মৃত্যু

0

ঢাকা অফিস: সিলেটের গোলাপগঞ্জে ঘাতক ছেলের কোদালের কুপে পিতার মৃত্যুর সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় সেই মায়েরও মৃত্যু হয়েছে। রোববার সকালে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ঢাকাদক্ষিণ ইউপির সুনামপুর গ্রামের আবদুল করিম খান ওরফে ঠাকুর মনাই এর স্ত্রী মিনারা বেগম (৫০)। এর আগে সিলেট এএমজি ওসামানী কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে পহেলা এপ্রিল বাড়িতে আনা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রোববার সকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান। তিনি জানান বর্তমানে লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৭ মার্চ) সকালে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউপির সুনামপুর গ্রামে গাছ কাটা নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ঘাতক ছেলে রাহেল তার বাবা আবদুল করিম খান ওরফে ঠাকুর মনাই(৭০) কুপিয়ে হত্যা করে এবং মা মিনারা বেগম (৫০) এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করে । পরে মৌলভীবাজারের বড়লেখার সৎপুরে অভিযান চালিয়ে পিতাকে কুপিয়ে হত্যার দায়ে ঘাতক ছেলে আতিকুর রহমান রাহেল (৩৫) কে আটক করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। ঐদিন পরিবারের পক্ষ থেকে গোলাপগঞ্জ মডেল থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বর্তমানে সে কারাগারে রয়েছে।

Share.