ছেলের রডের আঘাতে বাবা নিহত

0

ঢাকা অফিস: গাজীপুরের শ্রীপুরে ছেলের রডের আঘাতে বাবা আব্দুল ওয়াদুদ ওরফে বাবুল মাস্টার (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলে ইমরান ফকিরকে (২৫) গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। সোমবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত দেড়টার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। বাবুল মাস্টার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের কোহিনুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, সোমবার বাংলাদেশ সময় রাত দেড়টায় বাবা-ছেলের মধ্য লেখাপড়ার খরচের টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় ছেলে তার বাবাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় বাবুল মাস্টারকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তিনি আরও জানান, ইমরানকে  তার বাবা চাহিদা মতো লেখাপড়ার খরচ দিতেন না। এ নিয়ে প্রায়ই তার বাবার সাথে মনোমালিন্য হতো। গোসিংগা ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার খোরশেদ আলম জানান, ইমরান মানসিক ভারসাম্যহীন। সে মাঝে মধ্যে বাড়ীর পাশের রাস্তায় দাঁড়িয়ে পথচারীদের সঙ্গে অসামঞ্জস্য কথাবার্তা ও আচার আচরণ করতো। বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার জন্য প্রায়ই তার বাবার কাছে টাকা চাইতো। এ নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। ৬ মাস আগে সে তার মাকে মারতে গিয়েছিল। এজন্য তার বাবা মাকে ভয়ে অন্যত্র পাঠিয়ে দিয়েছিলেন। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক আব্দুল ওয়াদুদ জানান, মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে বাবুল মাস্টারের মৃত্যু হয়েছে।

Share.