ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সেনাবাহিনীর একজন জেনারেল ও আরও পাঁচ আরোহীসহ একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। পাকিস্তানের সংবাদমাদ্যম ডন দেশটির সেনবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিবৃতিতে সেনাবাহিনী জানায়, সোমবার (১ আগস্ট) রাতে লাসবেলা জেলায় বন্যা ত্রাণ কার্যক্রম পরিচালনাকালে আর্মি এভিয়েশনের হেলিকপ্টারটির সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাতেই উদ্ধার অভিযান শুরু হলেও খারাপ আবহাওয়ার কারণে তল্লাশি অভিযান স্থগিত হয়। পরে মঙ্গলবার (২ আগস্ট) পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়। হেলিকপ্টারটিতে বেলুচিস্তানে বন্যা ত্রাণ কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্বে থাকা দক্ষিণাঞ্চলীয় টুয়েলভ কোরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলীও ছিলেন। এছাড়া, কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয়, পাকিস্তান কোস্ট গার্ডের মহাপরিচালক ব্রিগেডিয়ার আমজাদ হানিফ সাত্তিও নিখোঁজ হেলিকপ্টারটিতে রয়েছেন।
ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পাকিস্তানে হেলিকপ্টার নিখোঁজ
0
Share.