শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া কোনো বিশেষ সুবিধা পাচ্ছেন না: সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী

0

ডেস্ক রিপোর্ট:  শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে কোনো ধরনের বিশেষ সুবিধা, নিরাপত্তা বা আতিথিয়তা পাচ্ছেন না বলে জানিয়েছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণা সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেট টাইমস এক প্রতিবেদনে জানায়, গতকাল সোমবার (১ আগস্ট) পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে লিখিত উত্তর দেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলেন, সিঙ্গাপুরের সরকার কোন দেশের সাবেক সরকার ও রাষ্ট্রপ্রধানকে কোনো বিশেষ সুবিধা, নিরাপত্তা বা আতিথিয়তা দেওয়ার চুক্তি নেই। একারণে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেও কোন সুবিধা, ইমিউনিটি বা আতিথিয়তা পাচ্ছেন না। গত ১৪ জুলাই শ্রীলঙ্কার জনগণের তীব্র আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে পৌঁছান তিনি। তাকে ১৪ দিনের ভিজিট ভিসার অনুমতি দেয় সিঙ্গাপুর সরকার। শুরুতে ১৪ দিনের ভিয়াদ মেয়াদ শেষ হলে পুনরায় তার ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়। আগামী ১১ আগস্ট তার দ্বিতীয় দফার ভিসার মেয়াদ শেষ হবে। তবে গোতাবায়া নিজ দেশে ফিরে যেতে পারেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কার মন্ত্রিসভার মুখপাত্র। কিন্তু কবে নাগাদ গোতাবায়া শ্রীলঙ্কায় ফিরবেন তা নিশ্চিত করেননি তিনি।

Share.