জবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

0

ঢাকা অফিস:  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও জিআরএস সফটওয়্যার এবং সুশাসন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুন) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) কমিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আইকিউএসি এর আয়োজনে কেন্দ্রীয় মিলনায়তনে অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও জিআরএস সফটওয়্যার এবং সুশাসন (Good Governance) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। আইকিউএসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মোঃ কামরুল আলম খানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রিসোর্চ পার্সন হিসেবে ছিলেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রনালয়, বাংলোদেশ সচিবালয়ের প্রোগ্রামার জনাব মোঃ মেহেদী হাসান। দিনব্যাপী ট্রেনিং এ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন।

 

 

Share.