জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আলোর মুখ দেখল ‘শনিবার বিকেল’

0

বিনোদন ডেস্ক: শত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ‘শনিবার বিকেল’ সিনেমার জন্য এলো সুখবর। সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনে এখন আর কোনো বাধা নেই। শনিবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক ও আপিল বোর্ড সদস্য শ্যামল দত্ত। তিন বছর ধরে দেশের সেন্সরের গ্যাঁড়াকলে আটকে ছিল জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর এই সিনেমাটি। চলচ্চিত্রটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে- এমন আশঙ্কায় মুক্তি আটকে দেয় সেন্সর বোর্ড। নানা চড়াই-উতরাই শেষে আলোর মুখ দেখতে চলেছে সিনেমাটি। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে থাকা শনিবার বিকেল সিনেমাটি নিয়ে আপিল বোর্ডের শুনানি হয় শনিবার (২১ জানুয়ারি)। এদিন সিনেমার নির্মাতা–প্রযোজকের বক্তব্য শোনেন আপিল কমিটির সদস্যরা; তারা সিনেমাটি নিয়ে মতামত দেন, সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তিতে কোনো বাঁধা নেই। ‘শনিবার বিকেল’র ইংরেজি নাম ‘স্যাটারডে আফটারনুন’। সিনেমাটিতে অভিনয় করেছেন বিভিন্ন দেশের শিল্পী ও কলাকুশলীরা। এতে রয়েছেন বাংলাদেশের নন্দিত অভিনেতা জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, প্যালেস্টাইনের ইয়াদ হুরানি প্রমুখ।

Share.