জাতিসংঘে ভোটাধিকার ফিরে পেল ইরান

0

ডেস্ক রিপোর্ট: অবশেষে জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাধিকার ফিরে পেয়েছে ইরান। এক কোটি ৬২ লাখ ডলার বার্ষিক বকেয়া চাঁদা পরিশোধ করার মাধ্যমে ইরান এই ভোটাধিকার ফিরে পেল।শুক্রবার (১১ জুন) জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি টুইটার পোস্টে বলেন, মার্কিন একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞার কারণে চাঁদার টাকা পরিশোধ করতে দেরি হওয়ায় এই জটিলতা তৈরি হয়েছিল।তিনি অভিযোগ করে আরও বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে জনগণ শুধু জরুরি পণ্য ও ওষুধ কেনার অধিকার থেকে বঞ্চিত হয়েছে।ইরানের রাষ্ট্রদূত বলেন, তার দেশের ওপর থেকে সব অমানবিক নিষেধাজ্ঞা এখন তুলে নিতে হবে।এর আগে জাতিসংঘের প্রেসিডেন্ট ভলকান বোযকির জানিয়েছেন, বিশ্ব সংস্থা ইরানের কাছ থেকে চাঁদার টাকা হাতে পেয়েছে যার কারণে ইরানের ভোটাধিকারও পুনঃপ্রতিষ্ঠা হয়েছে।

Share.