জাতীয় চার নেতার খুনিদের দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

0

ঢাকা অফিস: জাতীয় চার নেতার হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তারা আমাদের দেশের আইনের আওতায় নেই। যেসব দেশে অবস্থান করছে তাদের আইন অনুযায়ী প্রত্যাবর্তন করতে হবে। তিনি বলেন, ‘আমরা সবাইকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় রয়েছি। তাদের ফিরিয়ে আনা হবে।’ রবিবার (৩ নভেম্বর) জেল হত্যা দিবসে উপলক্ষে পুররনো কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। আসামিদের দেশের ফিরিয়ে আনার ব্যাপারে বলেন, ‘যেসব দেশে তারা পালিয়ে আছে, সেসব দেশের সঙ্গে নেগোসিয়েশন হচ্ছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  ‘শুধু জেল হত্যার খুনিরা ই নয়, বঙ্গবন্ধু হত্যার ও ২১ আগস্টের আসামিরাও বিভিন্ন দেশে পালিয়ে রয়েছে। আমরা সবাইকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় রয়েছি। যেকোনও সময় ক্রমান্বয়ে তাদের ফিরিয়ে আনা হবে।’ এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা কারাগারের ভেতরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপর চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে কারাগার কর্তৃপক্ষ আয়োজিত এক মিলাদ মাহফিলে অংশ নেন। বেলা বাংলাদেশ সময় সাড়ে ১০ টা পর্যন্ত জাতীয় চার নেতার পরিবারের কোনও সদস্যকে আসতে দেখা যায়নি।

Share.