জাতীয় নারী হ্যান্ডবলে আবারও আনসারের শিরোপা

0

স্পোর্টস রিপোর্ট: ৩৩ বার আসর অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে তারা ৩২ বারই ফাইনাল খেলেছে! আর শিরোপা জিতেছে সর্বাধিক ২১ বার। এই পরিসংখ্যানে তাদের ধারে-কাছে কেউ নেই। দ্বিতীয় সর্বাধিক ১১ বার যারা চ্যাম্পিয়ন হয়েছে, সেই বিজেএমসির আজ কোন অস্তিত্বই নেই! বলা হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কীর্তিগাথার কথা, যারা শনিবার জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতায় টানা পঞ্চমবার এবং সার্বিকভাবে ২১তম শিরোপা জিতেছে। পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৪১-২৪ গোলে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দল প্রথমার্ধে ২৫-১৪ গোলে এগিয়ে ছিল। বিজিত দলের সানজিদা আক্তার সর্বোচ্চ ১২ গোল করেন। বিজয়ী দলের আল্পনা আক্তার সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এর আগে তৃতীয় স্থান নির্ধারণী খেলায় বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩২-২৫ গোলে জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে হারায়। বিজয়ী দলের রুবিনা সর্বোচ্চ ১৩ গোল করেন। স্বরাষ্ট্র সচিব আখতার হোসেন প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল। আরও উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, ফেডারেশনের সহসভাপতি ও প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির চেয়ারম্যান নূরুল ইসলাম, ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক ও প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ প্রমুখ।

 

Share.