জামালপুরে শ্বাসরোধে দরিদ্র কৃষিশ্রমিককে হত্যার অভিযোগ

0

বাংলাদেশ থেকে জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে মজিবুর রহমান (৬০) নামের এক দরিদ্র কৃষিশ্রমিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে আজ মঙ্গলবার সকালে উপজেলার বগারচর ইউনিয়নের উত্তরপাড়া গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজিবুর রহমান স্থানীয় উসমান আলীর ছেলে। তার লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠিয়েছে বকশীগঞ্জ থানা পুলিশ। স্থানীয় সূত্র জানায়, জেলার বকশীগঞ্জ উপজেলার বগারচর উত্তরপাড়া গুচ্ছগ্রাম এলাকার বেঙ্গু শেখের ছেলে কাঠমিস্ত্রি বুদু শেখের সাথে প্রতিবেশী দরিদ্র কৃষিশ্রমিক মজিবুর রহমানের মাত্র দুই শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে মজিবুর রহমান ওই জমিতে গাছ লাগাতে যান। এ সময় প্রতিপক্ষ বুদু শেখ ও তার লোকজন ঘটনাস্থলে গেলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বুদু শেখ ও তার লোকজনরা মজিবুর রহমানকে মারধর শুরু করেন। একপর্যায়ে তারা ঘাড় ধাক্কা দিয়ে মজিবুর রহমানকে জমির কাদাযুক্ত পানিতে চেপে ধরেন। এতে শ্বাসরুদ্ধ হয়ে মজিবুর রহমান ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার পর থেকেই নির্যাতনকারী বুদু শেখ ও তার সহযোগীরা গ্রাম ছেড়ে পালিয়েছেন। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত মজিবুর রহমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম জনকণ্ঠকে বলেন, নিহত মজিবুর রহমানের লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

 

Share.