জ্যামাইকার ঝলক নাকি এবারও দিনা শো

0

স্পোর্টস রিপোর্ট: ট্র্যাক এ্যান্ড ফিল্ডের অন্যতম গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় ইভেন্ট হলো ১০০ মিটার। এরপর ২০০ মিটারের জন্যও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকেন গোটা দুনিয়ার ভক্ত-অনুরাগীরা। চলমান বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতোমধ্যেই ১০০ মিটারের প্রতিযোগিতা সম্পন্ন হয়ে গেছে। ছেলেদের ইভেন্টে এবার বাজিমাত করেছে আমেরিকান স্প্রিন্টাররা। অন্যদিকে, মেয়েদের ইভেন্টের গল্পটাও একইভাবে সাজিয়েছেন জ্যামাইকার তিন কিংবদন্তি। যুক্তরাষ্ট্রের মতো তারাও তিন পদকের সবকটি জিতেই নতুন ইতিহাস গড়েছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে। এই মুহূর্তে ভক্ত-অনুরাগীরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় রয়েছেন ২০০ মিটার ইভেন্টের জন্য। মেয়েদের ২০০ মিটারে বর্তমান চ্যাম্পিয়ন দিনা-এ্যাশার স্মিথ। ২০১৯ সালে দোহায় অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের এই ইভেন্টে ইতিহাস গড়েই গ্রেট ব্রিটেনকে স্বর্ণপদক উপহার দিয়েছিলেন তিনি। গ্রেট ব্রিটেনের ২৬ বছরের এই তারকা স্প্রিন্টারের গায়ে এবারও ফেবারিটের তকমা লাগানো। ওরিগনে মৌসুমের সেরা পারফর্মেন্স উপহার দিয়েই ২০০ মিটারের ফাইনালের টিকেট নিশ্চিত করেছেন তিনি। সেমিফাইনালে তিনি সমাপ্তিরেখা স্পর্শ করতে সময় নিয়েছেন ২১.৯৬ সেকেন্ড। তবে তার সঙ্গে প্রথম হয়েছেন আমেরিকান স্প্রিন্টার তামারা ক্লার্ক। কিন্তু দ্বিতীয় হয়েও মৌসুম সেরা পারফর্ম করে দারুণ খুশি দিনা-এ্যাশার স্মিথ। নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, এই সময়ে দৌড়িয়ে ফিনিশিং লাইন স্পর্শ করতে পেরে আমি খুবই আনন্দিত। এখানকার মাঠ যথেষ্ট প্রশস্ত এবং উন্মুক্ত। তাছাড়া মাঠের মানও বেশ উঁচুমানের। সেমিফাইনালের পর একদিনের বিরতি পেয়েছেন স্প্রিন্টাররা। সেজন্য দিনা-স্মিথ খুব খুশি। তিনি বলেন, ফাইনালের টিকেট নিশ্চিত করতে হলে ভালভাবে দৌড়াতে হবে সেটা আমাদের জানাই ছিল। দ্বিতীয় হয়ে সেমির বাধা অতিক্রম করে আমি খুব খুশি হয়েছি। ফাইনালের আগে একদিনের বিরতি পেয়েছি সেটাও আমাদের জন্য ভাল খবর। বিশ্রাম নিয়েই পুরোপুরি মনোযোগ দেয়ার জন্য প্রস্তুতি নিতে পারব। দিনা-এ্যাশার স্মিথের শিরোপা ধরে রাখার পথে এবার বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন জ্যামাইকান স্প্রিন্টাররা। ১০০ মিটারে ইতোমধ্যেই নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন যারা। দেশটির কিংবদন্তি স্প্রিন্টার শেলি এ্যান ফ্রেজার প্রাইস প্রথম হয়ে স্বর্ণপদক জয়ের নজির গড়েছেন। দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন তারই স্বদেশী যথাক্রমে শেরিকা জ্যাকসন এবং এ্যালেইন থম্পসন হেরা। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এবারই প্রথম কোন দেশ তিন পুরস্কারের সবকটিই জিততে সক্ষম হয়েছে জ্যামাইকা। শেলি-শেরিকা এবং অলিম্পিকের বর্তমান চ্যাম্পিয়ন থম্পসন হেরা প্রত্যেকেই ফাইনালের জন্য নির্বাচিত হয়েছেন। ১০০মিটারে শেলি-এ্যান ফ্রেজার প্রাইস প্রথম হয়ে পঞ্চম স্বর্ণপদক জয়ের কারণে গোটা দুনিয়ার ভক্ত-অনুরাগীদের প্রশংসার জোয়ারে ভাসছেন। কিন্তু ২০০ মিটারের হিটে সকল কোয়ালিফায়ারদের মধ্যে প্রথম হয়েছেন শেরিকা জ্যাকসন। জ্যামাইকান স্প্রিন্টার সময় নিয়েছেন মাত্র ২১.৬৭ সেকেন্ড। আর শেলি-এ্যান ফ্রেজার প্রাইস সমাপ্তিরেখা স্পর্শ করতে সময় নেন ২১.৮২ সেকেন্ড। এ্যালেইন থম্পসন হেরা খুব ভাল করতে না পারলেও সেমিফাইনালের বাধা অতিক্রম করেছেন ঠিকই। তিনি সময় নিয়েছেন ২১.৯৭ সেকেন্ড। ২০১৬ সালে রিও অলিম্পিকে ১০০ এবং ২০০ মিটারে স্বর্ণপদক জিতেছিলেন থম্পসন হেরা। সেই কীর্তি তিনি ধরে রেখেছেন টোকিও অলিম্পিকেও। ‘ডবল ডবল’ স্বর্ণপদক জিতে নিজেকে ইতিহাসের  সোনালি পাতায় ঠাঁই করে নিয়েছেন এই জ্যামাইকান স্প্রিন্টার। দিনা এ্যাশার স্মিথ, শেলি এ্যান ফ্রেজার প্রাইস, শেরিকা জ্যাকসন এবং এ্যালেইন থম্পসনের মতো তারকাদের নিয়ে ২০০ মিটারের ইভেন্ট এবারও বিস্ময়কর হবে বলে মন্তব্য করেছেন চারবারের অলিম্পিক চ্যাম্পিয়ন মাইকেল জনসন। তিনি বলেন, ফাইনালে পৌঁছাতে শেলি তার ব্যক্তিগত সেরা পারফর্ম করেছে। দিনাও খুব ভাল দৌড়েছে…নিঃসন্দেহে বিস্ময়কর একটা ইভেন্ট হতে যাচ্ছে।

Share.