জয় দিয়েই ইউএস ওপেন শুরু সেরেনা উইলিয়ামসের

0

স্পোর্টস রিপোর্ট: টেনিস থেকে অবসরের ইঙ্গিত দিয়েই ইউএস ওপেনে অংশগ্রহণ করেছেন আমেরিকা তারকা টেনিসার সেরেনা উইলিয়ামস। শেষের শুরুটা জয়ের মাধ্যমে করলেন ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী। মঙ্গলবার মন্টিনিগ্রোর টেনিস সুন্দরী ডানকা কোভিনিচের বিপক্ষে ৬-৩ ও ৬-৩ সেট পয়েন্টে জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন সেরেনা। প্রথম রাউন্ডের ম্যাচে খেলতে নেমে নিজের জাত চিনিয়েছেন সেরেনা উইলিয়ামস। ৪০ বছর বয়সী এই টেনিস তারকার খেলার ধার কমেনি একটুও। বয়সটা খেলার পক্ষে কথা না বললেও জিতেছেন দাপটের সঙ্গেই। কোর্টে নেমে ম্যাচের প্রথম সেটে ডানকা কোভিনিচকে ৬-৩ গেম পয়েন্টে পরাজিত করেছেন সেরেনা। প্রথম সেট হারার কারণে দ্বিতীয় সেটটি ছিল মন্টেনিগ্রোর তারকার জন্য বাঁচা-মরার লড়াই। কিন্তু আমেরিকান টেনিসার সেরেনার সঙ্গে পেরে উঠেননি তিনি। এবারও একই ব্যবধানে জিতলে দ্বিতীয় রাউন্ডে উঠে যান সেরেনা। উল্লেখ্য, সাতটি অস্ট্রেলিয়ান ওপেন, সাতটি উইম্বলডন এবং ছয়টি ইউএস ওপেনের মালিক সেরেনা উইলিয়ামস। পুরুষ এবং মহিলা মিলিয়ে তিনিই একমাত্র টেনিস নক্ষত্র যিনি তিনটি গ্র্যান্ডস্ল্যাম ছয় বারের বেশি জিতেছেন। সব মিলিয়ে মোট ৩৯টি গ্র্যান্ডস্ল্যামের মালিক সেরেনা। (ঢাকাটাইমস/৩০আগস্ট/এমএম)

Share.