জয় দিয়েই বিশ্বকাপের মিশন শুরু করেছে সুইডেন এবং হল্যান্ডের মেয়েরা

0

স্পোর্টস ডেস্ক: জয় দিয়েই বিশ্বকাপের মিশন শুরু করেছে সুইডেন এবং হল্যান্ডের মেয়েরা। অন্যদিকে জ্যামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করে শুরুতেই হোচট খেয়েছে ফ্রান্স। রবিবার দিনের প্রথম ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ের পর বিশ্ব র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা সুইডেন ২-১ গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকার মেয়েদের। দিনের আরেক ম্যাচে হল্যান্ডও ১-০ গোলে ঘাম ঝড়ানো জয় তুলে নিয়েছে পর্তুগালের বিপক্ষে। তবে দিনের প্রথম ম্যাচে সুইডেনকে বেশ ভালোভাবেই রুখে দিয়েছিল দক্ষিণ আফ্রিকার মেয়েরা। প্রথমার্ধে তো কোনো গোল করতেই দেয়নি প্রতিপক্ষকে। এই সময়টাতে দারুণভাবে খেলে সুইডেনের বিপক্ষে প্রথমবার বিশ্বকাপে খেলতে নামা দক্ষিণ আফ্রিকা। এর ফলে গোলশূন্য ড্র থেকেই বিরতিতে যায় দুই দল। বিরতির পরই অবশ্য বড় চমকটা উপহার দেয় দক্ষিণ আফ্রিকা। ৪৮ মিনিটে বিশ্ব ফুটবলের মেয়েদের পরাশক্তির দল সুইডেনের জালে বল জড়িয়ে দেন আফ্রিকার হিলদা মাগাইয়া। গোল হজম করে যেন দিশেহারা হয়ে পড়ে সুইডেন। গোলের জন্য মরিয়া হয়ে ওঠে তারা। তবে ম্যাচের বয়স যখন ৬৫ মিনিট তখনই সমতায় ফেরে সুইডেন। দারুণ এক গোল করে সুইডিশ সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসান ফ্রিদা রোলফো। এরপর নির্ধারিত সময়ের ১ মিনিট আগ পর্যন্ত অবশ্য আর কেউ গোলের দেখা পায়নি। যে কারণে ড্র নিয়েই মাঠ ছাড়ার স্বপ্ন দেখছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ম্যাচের বয়স যখন ৯০ মিনিট তখনই দক্ষিণ আফ্রিকানদের স্বপ্ন ভেঙে চুরমার করে দেয় সুইডেন। গোল করে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট এনে দেন এমান্ডা ইলেস্টেড। দিনের দ্বিতীয় ম্যাচে হল্যান্ডও ঘাম ঝরানো জয় পেয়েছে পর্তুগালের বিপক্ষে এই ম্যাচের জয়সূচক একমাত্র গোলটি করেন ডাচ তারকা ভ্যান ডার গ্র্যাগট। ম্যাচের ১৩ মিনিটে স্পিটসের এসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এর পরের সময়টাতে ম্যাচে ফেরার জন্য সবরকমের চেষ্টাই করে পর্তুগাল। কিন্তু কোনো সুযোগই কাজে লাগাতে পারেনি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দেশের মেয়েরা। এর ফলে ১-০ গোলের জয় নিয়েই বিশ্বকাপের মিশন শুরু করে ডাচরা।  মেয়েদের ফুটবলে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ চারবার স্বপ্নের এই শিরোপায় চুমো এঁকেছে তারা। ২০০৭ বিশ্বকাপে অবশ্য ফাইনালে জায়গা করে নিয়েছিল ব্রাজিল। কিন্তু দুর্ভাগ্য তাদের। সেবার শিরোপার লড়াইয়ে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছেড়েছিল সেলেসাও মেয়েরা।

Share.