জয় দিয়ে প্রত্যাবর্তন রিয়ালের

0

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাস সংকট কাটিয়ে তিন মাস পর মাঠে নেমে লা লিগায় প্রথম ম্যাচে এইবারকে ৩-১ গোলে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৩৭ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করার পর ব্রাজিলিয়ান তারকা মার্সেলো বাম হাঁটুর উপর বসে বিশ্বজুড়ে বর্ণবাদ বৈষম্যের প্রতি প্রতিবাদ জানিয়েছেন। কার্যত তিনি এর মাধ্যমে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে এডেন হ্যাজার্ড ও সার্জিও রামোস উভয়ই বদলী বেঞ্চে চলে যান। এ সময় তাদেরকে স্ট্যান্ডে গিয়ে আইস প্যাক লাগাতে দেখা গেছে। ফেব্রুয়ারির পর গতকালই প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন হ্যাজার্ড। গত নভেম্বর এবং ফেব্রুয়ারিতে ইনজুরিগ্রস্ত গোঁড়ালিতেই তাকে বরফ দিতে দেখা গেছে। মার্চে এই গোঁড়ালিতেই অস্ত্রোপচার করাতে হয়েছিল। মাদ্রিদ কোচ জিনেদিন জিদান বলেছেন, ‘আমরা জানি পুরো ম্যাচে খেলতে এডেনের আরো কিছুদিন সময় লাগবে। তারপরেও প্রায় ঘন্টাখানেক সে ভালই খেলেছে। মাঝে একবার সে আঘাত পেয়েছিল যা নিয়ে আমি ভীত ছিলাম। তবে বিরতির সময় সে নিজেকে ফিট দাবী করেছে। যা করেছে তাতে সে খুশী এবং আমরাও তাকে নিয়ে সন্তুষ্ট।’শনিবার রিয়াল মায়োর্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে করোনা পরবর্তী মৌসুম শুরু করেছিল টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা। কালকের জয়ের মাধ্যমে মাদ্রিদ বার্সেলোনার থেকে দুই পয়েন্টই পিছিয়ে থাকলো। ম্যাচের চার মিনিটে টনি ক্রুসের দুর্দান্ত স্ট্রাইকে এগিয়ে গিয়েছিল মাদ্রিদ। কাউন্টার এ্যাটাক থেকে হ্যাজার্ডের পাসে ৩০ মিনিটে রামোস ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে পেড্রো বিগাসের গোলে ব্যবধান কমালেও বাকি ম্যাচে মাদ্রিদকে আর চাপে ফেলতে পারেনি এইবার। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে বদলী বেঞ্চে যাবার আগে বেলজিয়ান তারকা হ্যাজার্ড মাদ্রিদের তিনটি গোলেই যুক্ত ছিলেন। ক্রুসের শটে মধ্যমাঠ থেকে তিনিই মূল বলটি যোগান দিয়েছিলেন। মার্সেলোর গোলেও তার অবদান ছিল। স্পেনে বাজে একটি মৌসুম শুরু করার পর কালকের ম্যাচে প্রথমবারের মত হ্যাজার্ড নিজেকে পুরোপুরি প্রমাণ করেছেন। এখন ইনজুরি মুক্ত থেকে মৌসুমের বাকি সময়টা কাটানোই তার জন্য চ্যালেঞ্জের বিষয়। হ্যাজার্ডের পাশাপাশি বরাবরের মত উজ্জ্বল ছিলেন ফরাসি তারকা করিম বেনজেমা। হ্যাজার্ডের সাথে মাঠে তার বোঝাপড়াটাও দারুণ ছিল। অল-রাউন্ড পারফরমেন্স সত্ত্বেও গোল না পাওয়াটা বেনজেমার জন্য দুর্ভাগ্য ছিল। দ্বিতীয়ার্ধে বদলী বেঞ্চ থেকে খেলতে নেমেছিলেন গ্যারেথ বেল। বৃহস্পতিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে হয়ত তাকে মূল একাদশে দেখা যেতে পারে। হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুতে সংষ্কার কাজ চলতে থাকায় নতুন ট্রেনিং গ্রাউন্ড আলফ্রেডো ডি স্টিফানোতেই লা লিগার বাকি ম্যাচগুলো খেলবে রিয়াল মাদ্রিদ। জিদান নতুন মাঠে ইতিবাচক সূচনার কারণে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এই নিয়ে লা লিগায় শততম স্টেডিয়াম হিসেবে আলফ্রেডো ডি স্টিফানো ব্যবহৃত হলো। পুরো গ্রীষ্ম মৌসুম জুড়েই সান্তিয়াগোর সংষ্কার কাজ চলবে। জিদান বলেছেন, ‘আমরা পুরো পরিস্থিতি সম্পর্কে জানি। এটা কিছুটা হলেও আমাদের কাছে নতুন। কিন্তু খেলোয়াড়রা দারুণভাবে এর সাথে মানিয়ে নিয়েছে।’মায়োর্কার বিপক্ষে ম্যাচ শুরুর দুই মিনিটেই মধ্যেই বার্সা এগিয়ে গিয়েছিল। মাদ্রিদ সেই কাজটা করতে কিছুটা সময় বেশী নিয়েছে। চার মিনিটে এইবারের মধ্যমাঠ ভেঙ্গে হ্যাজার্ড, ক্যাসেমিরো ও বেনজেমার কাছ থেকে বল পেয়ে ক্রুস প্রথম শটেই লক্ষ্যভেদ করেন। কাউন্টার এ্যাটাক থেকে ৩০ মিনিটে রামোস ব্যবধান দ্বিগুন করেন। তবে এই গোলেও বেনজেমা ও হ্যাজার্ডের অবদান ছিল। বেনজেমার শেষ পাসেই রামোসের জন্য গোলের দরজা খুলে যায়। ৩৭ মিনিটে মার্সেলো দলের হয়ে তৃতীয় গোলটি করেন।বিরতির পর এইবার কিছুটা আক্রমণাত্মক হয়ে উঠে। যে কারণে মাদ্রিদ গোলরক্ষক থিবাট কুর্তোয়া বেশ কয়েকটি শট রক্ষা করতে হয়েছে। তবে শেষ পর্যন্ত সফল হয়েছেন বিগাস। যদিও এই গোলে পরাজয়ের ব্যবধান কমা ছাড়া আর কিছুই করতে পারেনি এইবার। দিনের শুরুতে দিয়েগো কস্তার গোলে এ্যাথলেটিক বিলবাওয়ের সাথে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে এ্যাথলেটিকো মাদ্রিদ। গত অক্টোবরের পর এটাই কস্তার প্রথম গোল। এই ড্রয়ে শীর্ষ চারে ওঠার সুযোগ হাতছাড়া করেছে এ্যাথলেটিকো মাদ্রিদ। গেতাফের সাথে সমান পয়েন্ট নিয়ে এ্যাথলেটিকো ষষ্ঠ স্থানে রয়েছে। রিয়াল সোসিয়েদাদের থেকে এক পয়েন্ট পিছিয়ে রয়েছে দিয়েগো সিমিয়োনের দল। গতকাল সোসিয়েদাদ হোম ম্যাচে ওসাসুনার সাথে ১-১ গোলে ড্র করেছে।

Share.