টাঙ্গাইলে ১৫ মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সাজা

0

ঢাকা অফিস: টাঙ্গাইল ১৫ জন মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার রওশন আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মারিয়াম খাতুন অভিযান পরিচালনা করে এ সাজা দেন। আজ সোমবার দুপুরে শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-১২, সিপিসি-৩। টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার রওশন আলী জানান, আজ দুপুরে শহরের বেবিস্ট্যান্ড এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে ১৫ মাদক সেবনকারী ও ব্যবসায়ীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মারিয়াম খাতুন তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। এদের মধ্যে অনেকেই এর আগে ভ্রাম্যমাণ আদালতের সাজা পেয়েছেন। র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share.