টানা বৃষ্টিতে ক্ষয়ে গেল মাটি : নিহত ২, নিখোঁজ ২০

0

ডেস্ক রিপোর্ট: জাপানে ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া ভূমিধসের ঘটনায় অন্তত ২০ ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকেতে খবর প্রকাশ করা হয়। জাপানের শিজোকা প্রদেশের আতামি শহরে শনিবার এই ভূমিধসের ঘটনা ঘটে।শিজোকা প্রদেশের গভর্নর হেইতা কাওয়াকাতসু এক সংবাদ সম্মেলনে জানান, ভারী বৃষ্টিপাতের কারণে মাটি ক্ষয়ে যায় এবং ভূমি ধসে পড়ে। প্রচণ্ড গতিতে মানুষসহ বাড়িঘর ভেঙে নিয়ে যায়। ভূমিধসের ঘটনায় সংকটের মোকাবিলায় আলোচনার জন্য জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এক বৈঠক ডেকেছেন।আতামি নগরের এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে অনেক ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে। আবার কিছু ঘরবাড়ি কাদাযুক্ত পানির স্রোতে ভেসে যায়।এদিকে টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) জানিয়েছে, ভূমিধসের কারণে এ অঞ্চলের ২৮০০’র বেশি ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ওই এলাকায় ট্রেন চলাচলও বাতিল করা হয়েছে।প্রসঙ্গত, গত ৪৮ ঘণ্টায় শিজুওকার পাশাপাশি কানাগাওয়া অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। যার প্রভাবে স্থানীয় কর্তৃপক্ষ আকস্মিক বন্যা ও তৎসম্পর্কিত সম্ভাব্য বিপর্যয়ের সতর্কতা জারি করতে বাধ্য হয়। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটির বেশ কিছু এলাকায় আরও অন্তত দুদিন ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।

Share.