টিকা ইস্যুতে চটলেন মমতা

0

ডেস্ক রিপোর্ট: টিকা সরবরাহ নিয়ে আবারও ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়া করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশটিতে টিকাদান কর্মসূচি শুরু হয় ১৭ জানুয়ারি থেকে। সেদিন থেকে এ পর্যন্ত মমতার রাজ্যে প্রায় পৌনে দু’কোটি মানুষ করোনার টিকার আওতায় এসেছেন।তবে, এদের মধ্যে ঠিক কত সংখ্যক মানুষকে দুটি ডোজই দেওয়া সম্ভব হয়েছে- সেটা প্রকাশ না করা হলেও দ্বিতীয় ডোজ নিতে পারেননি এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে জানা গেছে, এখনও প্রায় ৯ লাখ মানুষ নির্ধারিত সময়ে দ্বিতীয় ডোজ নিতে পারেননি।আর সে কারণে রাজ্যটির বর্তমান মজুদ টিকার মধ্যে ৫০ শতাংশ দ্বিতীয় ডোজের জন্য বরাদ্দ রাখার নির্দেশনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, দ্বিতীয় ডোজের জন্য সপ্তাহে বুধ-বৃহস্পতিবারকে বেধে দিয়েছেন তিনি। এখন থেকে এই দু’দিন শুধু দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে রাজ্যজুড়ে। তবে টিকাদানের এই ধীর গতির জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী করেছেন মোদির কেন্দ্রীয় সরকারকে।মমতা বলেন, আমাদের থেকে ছোট ছোট রাজ্যগুলো চেয়ে অনেক বেশি ভ্যাকসিন পেয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গকে এরা বদনাম করে, ভ্যাকসিন দেয় না। আবার বড় বড় কথাও বলে।এদিকে, বৃহস্পতিবার (১ জুলাই) জুলাই থেকে পশ্চিমঙ্গে ছাত্র-ছাত্রীদের জন্য ১০ লাখ টাকার ক্রেডিট কার্ড সুবিধা চালু করেছে রাজ্য সরকার। ৪০ বছর পর্যন্ত যে কোনো ছাত্র-ছাত্রী এই সুবিধা পাবেন, চাকরি পাওয়ার পর ১০ লাখ টাকা শোধ করতে হবে তাদের। আর রাজ্য সরকারই থাকবে গ্যারান্টার।তবে এই ইস্যু নিয়েও মমতা সরকারের সমালোচনা করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ৫০০ লোককে টাকা দিয়ে ১০০ লোককে চাকরি দিলে বাকিরা কী করবে? তারা আত্মহত্যা করবে!এদিকে, ৫০ শতাংশ যাত্রী তোলার শর্তে বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়ে চালু হয়েছে সরকারি বেসরকারি গণপরিবহন ব্যবস্থা। যদিও প্রথম দিনই পর্যাপ্ত বাস না পাওয়ার অভিযোগ যাত্রীদের।

Share.