টিকা নয় ভুল পদ্ধতিতে ইঞ্জেকশন দেয়ার কারণেই জমাট বাঁধে রক্ত

0

ডেস্ক রিপোর্ট: প্রাণঘাতী করোনার টিকা প্রয়োগের পর রক্ত জমাট বেঁধে যাওয়ার ঘটনা ঘটে বিভিন্ন দেশে। এমনকি টিকা নেয়ার পর রক্ত জমাট বেঁধে মৃত্যুর ঘটনাও ঘটেছে।সাধারণ মানুষের কাছ থেকে এইরকম অভিযোগ বেশি করে আসতে থাকায়, একাধিক দেশে জনসন অ্যান্ড জনসন বা অ্যাস্ট্রেজেনেকার টিকাও সাময়িক বন্ধ করে দেয়া হয়। এরপর কারণ খুঁজতে শুরু করেন একদল বিজ্ঞানী।সেসব গবেষণার পর সাম্প্রতিক একটি রিপোর্ট বলছে, মানবদেহে টিকা নেয়ার পর রক্ত জমাটের কারণ সম্ভবত প্রতিষেধক নয়, গলদ রয়েছে ইঞ্জেকশন দেয়ার পদ্ধতিতে।জার্মানির মিউনিখ বিশ্ববিদ্যালয় এবং ইতালির একটি গবেষণা ইন্সটিটিউটের একদল গবেষক ইঁদুরের শরীরে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে সিদ্ধান্তে এসেছেন যে, ভুল পদ্ধতিতে ইঞ্জেকশন দেয়ার কারণে প্রতিষেধক সরাসরি রক্তপ্রবাহে ঢুকে গেলে রক্ত জমাট বেঁধে যাচ্ছে।বিশেষজ্ঞরা বলছেন, টিকার ইঞ্জেকশন দেয়ার সময় সূচের মুখ যদি পেশির গভীর না ঢোকে বা যদি শিরায় আঘাত করে, তবে প্রতিষেধক সরাসরি রক্তপ্রবাহে চলে যায়। যখন চামড়া চিমটি দিয়ে তুলে সুচ ফোটানো হয়, তখনও এই সমস্যা হতে পারে।অদক্ষ হাতে বা বিশেষ প্রশিক্ষণ ছাড়াই যদি কেউ টিকা দেন, তখনই এই সমস্যা হচ্ছে। পেশির মধ্যে সুচ ফোটানোর প্রথম এবং প্রধান শর্ত হলো, কোনওভাবে চামড়া তুলে ধরা যাবে না। এভাবে তুলে ধরলে পেশির গভীরে সুচ প্রবেশ করানো অসম্ভব।আবার কোনো কারণে টিকাগ্রহণের পর রক্তজমাট বাঁধলেও, প্রাণদায়ী একটি চিকিৎসা পদ্ধতির কথা জানিয়েছেন কানাডার একদল বিজ্ঞানী। ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, এক্ষেত্রে রক্ত জমাট নিরোধক কোনো ওষুধের সঙ্গে বেশিমাত্রায় ইমিউনোগ্লোবিউলিন মিশিয়ে ইঞ্জেকশন দিলে প্রাণ বেঁচে যাবে।

Share.