টিপু ও প্রীতি হত্যার ঘটনায় নির্দোষ কাউকে হয়রানি কিংবা গ্রেফতার করা হচ্ছে না: ডিবি

0

ঢাকা অফিস: ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার হারুন-অর রশিদ বলেন, রাজধানীর শাহজাহানপুর আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও সামিয়া আফরান প্রীতি হত্যার ঘটনায় নির্দোষ কাউকে হয়রানি কিংবা গ্রেফতার করা হচ্ছে না। তিনি বলেন, আমরা সাক্ষ্যপ্রমাণসহ গ্রেফতাকৃতদের তথ্য বিশ্লেষণ করে যাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ পেয়েছি শুধু তাদেরকেই গ্রেফতার করেছি। সোমবার (১ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। গত ২৪ ঘণ্টায় টিপু হত্যায় জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ছয় জনের টিপু হত্যায় কার কী ধরনের সম্পৃক্ততা ছিল, এমন প্রশ্নের জবাবে হারুন-অর রশিদ বলেন, এটি একটি স্পর্শকাতর ঘটনা। আমরা সাক্ষ্যপ্রমাণ ও পারিপার্শ্বিক কথা বলে যাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ পেয়েছি তাদেরকে গ্রেফতার করেছি। রবিবার (৩১ জুলাই) রাতে গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে হারুন অর রশিদ বলেন, আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করেছি। বিভিন্ন ধরনের প্রমাণ পেয়েছি তার ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। তাদের সঙ্গে কথা বলে রিমান্ড শেষে বিস্তারিত বলা যাবে।

Share.