টিয়া পাখি বাঁচাল মালিকের প্রাণ

0

 ডেস্ক রিপোর্ট: পোষ্যপ্রাণীদের নিয়ে অনেক মজার ঘটনাই শোনা যায়। তবে অস্ট্রেলিয়ায় একটি পোষা টিয়া পাখি যেভাবে তার মালিকের প্রাণ বাঁচাল, সেটা শুনলে অবাকই হতে হয়। টিয়া পাখির মালিক ব্রিসবেনের বাসিন্দা অ্যান্টন এনগুয়েনের বাড়িতে সম্প্রতি আগুন লাগে। তিনি তখন ঘুমের মধ্যে ছিলেন। ঘরের স্মোক ডিটেক্টর কাজ করার আগেই সতর্ক করে দেয় তার পোষা টিয়া পাখিটি। যার ফলে আগুন অ্যান্টনকে ঘিরে ফেলার আগেই তিনি কিছুটা সময় পেয়ে যান ঘর থেকে বার হওয়ার। অ্যান্টন জানিয়েছেন, তিনি প্রথমে কিছু বুঝতেও পারেননি। কারণ, তখনও স্মোক অ্যালার্ম বাজতে শুরু করেনি। কিন্তু তার পোষা টিয়া ‘এরিক’ ধোঁয়ার গন্ধ পেয়েই চিৎকার করতে শুরু করে। বারবার ‘অ্যান্টন’, ‘অ্যান্টন’ বলে ডাকতে থাকে। আর তাতেই ঘুম ভেঙে যায় তার। বুঝতে পারেন খারাপ কিছু একটা ঘটতে চলেছে। সঙ্গে সঙ্গে তিনি এরিককে নিয়ে দরজা খুলে বাড়ির বাইরে চলে আসেন। বাড়ির পেছনে গিয়ে তিনি দেখেন ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের ইন্সপেক্টর ক্যামেরন থমাস বলেন, বুদ্ধিমান টিয়া পাখি অ্যান্টন, অ্যান্টনের চিৎকারই দুজনের প্রাণ বাঁচিয়ে দিল। স্মোক ডিটেক্টর কাজ করার আগেই টিয়াটি বুঝতে পারে কোথাও আগুন লেগেছে।  সময়মতো দমকল পৌঁছে যাওয়ায় আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়তে পারে নাই বলে জানিয়েছেন থমাস।

Share.