টি-টোয়েন্টি কাপ থেকে ছিটকে পড়ার শঙ্কা সাইফউদ্দিনের

0

স্পোর্টস ডেস্ক: অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনা, অনুশীলনের আগে ফুটবল খেলাটা বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিয়মিত অংশ। সেটাই কাল হয়ে দাঁড়ালো অল-রাউন্ডার সাইফউদ্দিনের জন্য। মিনিস্টার গ্রুপ রাজশাহীর হয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলবেন সাইফউদ্দিন। দলের সঙ্গে রোববার অনুশীলন করতে আসেন মিরপুরের একাডেমি মাঠে। এসময় অনুশীলনের আগে ফুটবল খেলোতে গিয়ে গোড়ালি মচকে যায় তার। এরপর দুইজনের কাঁধে ভর দিয়ে ছাড়তে হয় মাঠ। খানিক বাদে ফিরে যান হোটেলে। সন্ধ্যায় এক্সরে করানোর কথা থাকলেও জৈব সুরক্ষা বলয়ে থাকার কারণে হয়নি বলে জানিয়েছেন সাইফউদ্দিনের ঘনিষ্ঠ সূত্র। আরটিভি নিউজকে তিনি আরও বলেন, অন্তত ১০ থেকে ১২ দিন বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে সাইফউদ্দিনকে। এর মাঝে সুস্থ হয়ে উঠলে লিগ পর্বের শেষ দিকে খেলোতে পারবেন তিনি। এদিকে রাজশাহী দল থেকে জানানো হয়েছে, সোমবার সিদ্ধান্ত জানানো হবে সাইফউদ্দিনের ব্যপারে। গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলতে পারেননি পিঠের চোটের কারণে।

Share.