টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অপহৃত তিন বাংলাদেশীকে উদ্ধার করেছে র‍্যাব

0

বাংলাদেশ থেকে কক্সবাজার প্রতিনিধি : রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অপহৃত স্থানীয় তিন যুবককে গহীন পাহাড় থেকে উদ্ধার করেছে র‍্যাব। রবিবার দুপুরে উদ্ধারের সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (পুলিশ সুপার) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, অভিযান চলাকালিন সময়ে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে অপহরণকারী দলের সদস্যরা। উদ্ধার হওয়া ৩ যুবক হচ্ছে, নোয়াখালী হাতিয়ার বাসিন্দা আজিজুল ইসলাম, নারায়নগঞ্জের আড়াই হাজার এলাকার আল আমিন ও কুমিল্লা বি-বাড়িয়া সরাইল এলাকার মো: মুক্তার হোসেন মৃধা। বসতবাড়ীর নির্মাণ কাজ দেয়ার কথা বলে টেকনাফের হ্নীলা এলাকায় ডেকে এনে ২৪ সেপ্টেম্বর এই তিন বাংলাদেশী যুবককে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এরপর ফোন করে তিন যুবককের স্বজন থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। টাকা না দিলে তাদের মেরে ফেলার হুমকি দেয়। অপহৃত আজিজুল ইসলামের ভাই হাসান মো: সায়েম বিষয়টি র‍্যাবকে অবহিত করলে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তিন যুবককে উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব।

Share.