ট্রাম্পকে ঘিরে করোনার গুজব, হোয়াইট হাউসের অস্বীকার

0

ডেস্ক রিপোর্ট: সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে সন্দেহভাজন কয়েকজন আইনপ্রণেতার সান্নিধ্যে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরে তার আক্রান্তের গুজব ছড়িয়ে পড়ে। তবে সোমবার (৯ মার্চ) হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রয়োজনীয়তা না থাকায় মার্কিন প্রেসিডেন্টের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়নি। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে সম্প্রতি কোয়ারেন্টাইনে গেছেন ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বেশ কয়েকজন আইনপ্রণেতা। আক্রান্ত এক রোগীর সংস্পর্শে যাওয়ার পর ওই আইনপ্রণেতারা স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্পও ওই আইনপ্রণেতাদের সান্নিধ্যে গিয়েছিলেন। সোমবার দিনের বেলা ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, ট্রাম্পের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে কিনা তা জানেন না তিনি। তবে হোয়াইট হাউস বলছে, তার করোনা ভাইরাস পরীক্ষা করার প্রয়োজন নেই। সোমবার রাতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি স্টিফেন গ্রিসাম এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট কোভিড-১৯ ভাইরাসের পরীক্ষা করা হয়নি কারণ তিনি এই ভাইরাসে নিশ্চিতভাবে আক্রান্ত কোনও রোগীর সংস্পর্শে যেমন যাননি তেমনি তার এতে আক্রান্ত হওয়ার কোনও লক্ষণও নেই। প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্য খুবই ভালো আছে আর তার চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এদিকে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক টুইট বার্তায় তিনি বলেন, ‘গত বছর ফ্লুতে আক্রান্ত হয়ে ৩৭ হাজার আমেরিকান মারা যায়। প্রতি বছর এই সংখ্যাটি ২৭ থেকে ৭০ হাজারের মধ্যে ঘোরাফেরা করে। কিছুই থেমে থাকবে না। জীবন,অর্থনীতি কিছু না। এই মুহূর্তে আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৪৬। মারা গিয়েছে ২২ জন। এটা ভেবে দেখুন।’

Share.