ট্রাম্পের সামনে সহজ লড়াই

0

ডেস্ক রিপোর্ট যুক্তরাষ্ট্রের ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চাওয়া রিপাবলিকান দলে মনোনয়নপ্রত্যাশীদের সংখ্যা ক্রমশ বাড়ছে। কিন্তু বিষয়টি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পথে প্রতিবন্ধকতা তৈরি করছে না, বরং তার পথ পরিষ্কার হচ্ছে। শুধু ফ্লোরিডার গভর্নর রন দেসান্তিস ট্রাম্পের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। গতকাল সোমবার সংবাদ মাধ্যম রয়টার্স বিশ্লেষণী প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। রিপাবলিকানরা অনেকেই চিন্তিত হন যে, প্রার্থী বেশি হলে ট্রাম্পের সমর্থকরা দলছুট হয়ে যেতে পারে। এ ক্ষেত্রে চূড়ান্ত নির্বাচনে জো বাইডেনের বিপরীতে ট্রাম্পের লড়াই কঠিন হয়ে পড়বে। রিপাবলিকান দলে মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ে রয়েছেন- সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি, নর্থ ডাকোটার গভর্নর ডগ বার্গাম। তারা চলতি সপ্তাহেই ট্রাম্পের বিপরীতে লড়াইয়ে নামছেন। সব মিলিয়ে এই সংখ্যা ‘ডাবল ডিজিটের’ হতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ পরিস্থিতি ট্রাম্পের জন্য সহায়ক হবে। আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনের জন্য গত বছরই প্রচারে নেমেছেন ট্রাম্প। সম্প্রতি এই লড়াইয়ে যোগ দিয়েছেন ফ্লোরিডার গভর্নর। বলা হচ্ছে, ট্রাম্পের সামনে শুধু রন দেসান্তিসই শক্তিশালী বাধা হয়ে দাঁড়িয়েছেন। এদিকে রিপাবলিকান থেকে ট্রাম্পের মনোনয়ন চূড়ান্ত হলে শেষ পর্যন্ত লড়াইটা দাঁড়াবে বাইডেন বনাম ট্রাম্পের মধ্যে। ২০২০ সালে এই দুই জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বহু ঘটনার জন্ম দিয়েছে। আগামী বছরও কি তার পুনরাবৃত্তি হবে?

Share.