ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত

0

বাংলাদেশ থেকে চট্টগ্রাম প্রতিনিধি: মীরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা এলাকায় মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন।  শুক্রবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।  খৈয়াছরা ঝর্ণা দেখতে আসা দুর্ঘটনায় কবলিত মাইক্রোবাসের যাত্রীরা হাটহাজারীর আমানবাজারের বাসিন্দা। জানা যায়, দুপুর দুইটায় মিরসরাই উপজেলা খৈয়াছড়া ঝর্ণা সংলগ্ন রেলক্রসিং পারাপারের সময় একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয় চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন। এসময় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে প্রায় ১ কিলোমিটার দূরে গিয়ে পড়ে এবং পরে ট্রেনটিও আটকে যায়। এসময় ঘটনাস্থলেই ১১ জন পর্যটক নিহত হন। মাইক্রোবাসে চালকসহ মোট ১৪ যাত্রী ছিল বলে জানা গেছে। মীরসরাই থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আহমেদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতীর ধাক্কায় প্রায় আধা কিলোমিটার নিয়ে মাইক্রোবাসটিকে। ঘটনাস্থলে ১১ যাত্রী নিহত হয়েছেন। মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে। বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) জাহাঙ্গীর হোসেন বলেন, মীরসরাইয়ে খৈয়াছরা ঝণা দেখতে আসা পর্যটকবাহী মাইক্রোবাসটি গেট ম্যানের অনুরোধ উপেক্ষা করে জোর করে ক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। লেবেল ক্রসিংয়ের বাঁশ ঠেলে মাইক্রোবাসটি লাইনে ওঠে যায়।

Share.