ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন সাংবাদিক শামসুজ্জামান

0

ঢাকা অফিস: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস জামিন পেয়েছেন। সোমবার দুপুরে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর তার জামিন মঞ্জুর করেন। এর আগে আজ শামসের পক্ষে অ্যাডভোকেট প্রশান্ত কুমার কর্মকার জামিনের আবেদন করেন। গত ২৬ মার্চ প্রকাশিত এক সংবাদের জেরে শামসের বিরুদ্ধে ২৯ মার্চ রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। মামলাটি দায়েরের প্রায় ২০ ঘণ্টা আগে সাংবাদিক শামসুজ্জামানকে তার সাভারের বাসা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিচয় দিয়ে তুলে আনা হয়। পরে ৩০ মার্চ এই মামলায় শামসকে আদালতে হাজির করলে তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে তাকে কারাগারে পাঠানো হয়। প্রথমে তাকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়, পরদিন নেওয়া হয় কাশিমপুর কারাগারে। এরপর শনিবার তাকে আবারো কেরানীগঞ্জ কারাগারে আনা হয়। বর্তমানে তিনি সেখানে আছেন।

Share.