ডেঙ্গুর আতঙ্কের মধ্যেই ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস

0

ডেস্ক রিপোর্ট: এমনিতেই ডেঙ্গুর প্রকোপে নাকাল পশ্চিমবঙ্গ। একের পর এক ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর মতো ঘটনা সামনে আসছে। এই আতঙ্কের মধ্যেই ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। এতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যুর খবর এলো পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা থেকে। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপালে ৬০ ও ৬১ বছরের দুই করোনা রোগীর মৃত্যু হলো। এই খবর সামনে আসতেই কপালে চিন্তার ভাঁজ কলকাতাসহ গোটা রাজ্যবাসীর। তাহলে কী আবার রাজ্যবাসীকে মাস্ক পরতে হবে?। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, যে দুজন ব্যক্তি হাসপাতালে মারা গেছেন তাদের মধ্যে একজন পূর্ব বর্ধমান জেলার ভাতারের ৬০ বছরের এক বৃদ্ধ। তিনি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। হাসপাতলে কোভিড পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে। গত রবিবার (৩০ জুলাই) তার মৃত্যু হয়। অপরজন দেওয়ানদিঘী থানা এলাকার ৬১ বছরের এক বৃদ্ধ। তারও হাসপাতালে কোভিড পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে। যদিও এই দুজনেই কোমর্বিডিটি সমস্যায় ভুগছিলেন বলে দাবি করেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে মৃত্যু সনদে কোভিডের উল্লেখও রয়েছে। তবে কোভিড নিয়ে আতঙ্কের কিছু নেই বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । কোভিড রোগের সংখ্যা বেড়ে গেলেও বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল যেকোনো ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। শতাধিকের বেশি কোভিড বেড, আইসিইউ, সিসিইউসহ সব ব্যবস্থাই তৈরি রাখা আছে। এছারাও হাসপাতালে নিজস্ব দুটো অক্সিজেন প্ল্যান্ট থাকায় কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Share.