শুক্রবার, ডিসেম্বর ২৭

ডেনমার্কে কোরআন পোড়ানোয় এবার ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব

0

ডেস্ক রিপোর্টসুইডেনে ঈদের দিন মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর ঘটনায় মুসলিম দেশগুলোতে ব্যাপক প্রতিবাদ হয়। একপর্যায়ে বাধ্য হয়ে স্বয়ং সুইডেন দেশটিতে কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদ জানায়। এবার একইভাবে ডেনমার্কে কোরআন পোড়ানোর ঘটনার কড়া নিন্দা জানিয়েছে ইরাক ও কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। খবর বিবিসির। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইরাকের দূতাবাসের সামনে গতকাল সোমবার ড্যানিশ প্যাট্রিয়ট নামে একটি গোষ্ঠী কোরআন পুড়িয়েছে। এর আগে গত শুক্রবার কট্টর ডানপন্থী এই গোষ্ঠী ফেসবুকে এমন আরেকটি ঘটনার সরাসরি সম্প্রচার করে। ডেনমার্কে সোমবারের ঘটনায় দুজন ইসলামবিরোধী বিক্ষোভকারী কোরআনের উপর পা দেয় এবং একটি টিনের ফয়েল ট্রে-তে করে আগুন ধরিয়ে দেয়। এর পাশেই মাটিতে ইরাকের পতাকা পড়ে ছিল। কোরআন পোড়ানোর ঘটনায় ইয়েমেনে তুমুল বিক্ষোভ এমন ঘটনার পর প্রায় এক হাজার বিক্ষোভকারী বাগদাদে ডেনমার্ক দূতাবাসের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের ঘটনা চরমপন্থা এবং ঘৃণার ভাইরাস ছড়ায় যা বিভিন্ন সমাজের শান্তিপূর্ণ সহাবস্থানকে হুমকির মুখে ফেলে। এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে ইয়েমেনেও। দেশটির রাজধানী সানায় বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এ ধরণের কর্মকাণ্ড অনুমোদন করার জন্য বিক্ষোভকারীরা সবাই ডেনমার্ক ও সুইডেনের প্রতি ক্ষোভ জানিয়েছে। তুরস্ক এই ঘটনাকে কোরআনে প্রতি একটি ঘৃণ্য আচরণ হিসেবে উল্লেখ করেছে। আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে নিন্দা প্রকাশের জন্য ড্যানিশ রাষ্ট্রদূত ও সুইডেনের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করেছে। তবে ডেনমার্কের ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী এ টুইট বার্তায় বলেছেন, আজ হাতে গোনা কয়েকজন যে কোরআন পোড়ানোর ঘটনা ঘটিয়েছে তার নিন্দা জানায় ডেনমার্ক। এ ধরণের উস্কানিমূলক এবং লজ্জাজনক কর্মকাণ্ড ড্যানিশ সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে না।

Share.