মালির প্রতিরক্ষামন্ত্রী ও দুই সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র

0

ডেস্ক রিপোর্টপশ্চিম আফ্রিকার দেশ মালির প্রতিরক্ষামন্ত্রী ও দুই সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের উত্থানে এই তিন কর্মকর্তার বিরুদ্ধে সাহায্যের অভিযোগ আনা হয়েছে। আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন মালির প্রতিরক্ষামন্ত্রী কর্নেল সাদিও কামারা, বিমান বাহিনীর প্রধান কর্নেল আলৌ বই দিয়ারা এবং একই বাহিনীর ডেপুটি প্রধান লেফটেন্যান্ট কর্নেল আদামা বাগাইয়োকার ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দেন। ব্লিনকেন এই তিন কর্মকর্তাকে দেশটিতে ২০২১ সাল থেকে ওয়াগনার গ্রুপের উপস্থিতি সহজ ও এর প্রসারে সহযোগিতায় লিপ্ত বলে অভিযুক্ত করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, মালিতে ওয়াগনারের যোদ্ধারা মোতায়েন হওয়ার পর থেকে দেশটিতে বেসামরিক প্রাণহানির হার ২৭৮ শতাংশ বেড়েছে। ব্লিনকেন বলেছেন, মালির সশস্ত্র বাহিনীর সঙ্গে ওয়াগনার গ্রুপের সদস্যদের অভিযানের ফলে এসব হতাহতের বেশিরভাগ ঘটনা ঘটেছে।  গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ওয়াগনার গ্রুপ ও তার সহযোগীদের লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। যুক্তরাজ্য গত সপ্তাহেই রাশিয়ার এই ভাড়াটে বাহিনীর সঙ্গে সম্পৃক্ততা পাওয়া মালি ও সুদানের ১৩ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন।

Share.