ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৬৫ জন দালাল গ্রেফতা করেছে ৱ্যাব- ৩

0

ঢাকা অফিস: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তিসহ বিভিন্ন কাজে হয়রানির মাধ্যমে অর্থ আদায় ও কমিশন লাভের জন্য রাজধানীর বিভিন্ন ব্যয়বহুল বেসরকারী হাসপাতালে রোগী প্রেরণের সাথে জড়িত প্রায় ৬৫ জন দালাল গ্রেফতা করেছে র‌্যাব-৩। সোমবার(০৪ মার্চ) সকাল থেকেই অভিযান শুরু হয়, এই ঘটনায় ঢাকা মেডিকেল বহির্বিভাগঢাকা মেডিকেলের জরুরি বিভাগ ও ঢাকা মেডিকেল -২ বিভিন্ন ওয়ার্ড থেকে ৬৫ জন দালাল চক্র সদস্যেরদের আটক করতে পেরেছি র‍্যাব-৩ । র‍্যাব-৩ অধিনায়ক লেফটেন্ট কর্নেলআরিফ মহিউদ্দিন আহমেদ জানান,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল ধরতে অভিযান অভিযান চলছে ও চলমান থাকবে র‍্যাব–৩ এতে দালাল চক্রের ৬৫ সদস্যকে আটক করেছে র‍্যাব-৩ হাসপাতালে বিভিন্ন জায়গা থেকে আসা রোগীদের ভর্তিসহ বিভিন্ন কাজে হয়রানির মাধ্যমে অর্থ আদায় এবং কমিশন লাভের জন্য রাজধানীর বিভিন্ন ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর সঙ্গে জড়িতদের আটক করা হয়। প্রায় একমাস পর্যবেক্ষণের পর সোমবার (০৪ মার্চ) সকাল থেকে অভিযান শুরু করে র‍্যাব-৩ এতে বিভিন্ন ওয়ার্ড থেকে৬৫ জনকে আটক করা হয়।আটককৃতরা বিভিন্ন ওয়ার্ড থাকা রোগীদের ভাগিয়ে অন্য জায়গায়নিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন। এই সময় আটককৃতদের পরিচয়পত্র ছিল না,এ ছাড়া হাসপাতালে আসার কারণও টিক ভাবেও বলতে পারেননি তারা। তিনি আরো জানান,আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, আটককৃতরা হলেন, ১। মোঃ শাহিন শিকদার (২৬) – ০১ মাস ২। মোঃ জিয়ারুল (২৯) – ০১ মাস ৩। মোঃ রিয়াজ (২৪) – ০১ মাস ৪। মোঃ সেন্টু (৪০) – ০১ মাস ৫। মোঃ মাসুদ (৩০) – ০১ মাস ৬।মোঃ মানিক (৩৬) – ০১ মাস ৭। শুভ্র চন্দ্র দাস (২৩) – ০১ মাস ৮। মোঃ রবিউল (২০) – ০১ মাস ৯। মোঃ মোয়াজ্জেম হোসেন (৫০)- ০১ মাস ১০। মোঃ ফুরকান (৩২) – ১৫ দিন ১১। মোঃ নজরুল ইসলাম (৪০) – ০১ মাস ১২। মোঃ রুবেল আহমেদ (২৭)- ১৫ দিন ১৩। মোঃ সুমন হোসেন (৩৪)- ০১ মাস ১৪। মোঃ কামাল (৩৫) – ০১ মাস ১৫। হানিফ মিয়া পাপ্পু (৩৫) – ১ মাস ১৬। মোঃ জুয়েল মিয়া (২৫) – ১৫ দিন ১৭। নূর ইসলাম হাওলাদার (৫৫) – ০৭ দিন ১৮। আনোয়ার হোসেন (৪৫) – ১৫ দিন ১৯। মোঃ নাছিম মিয়া (২৭) – ১৫ দিন ২০। মোঃ আশিকুর রহমান আশিক (২৮) ২১। সুমন হাসান অভি (২৪) – ১৫ দিন ২২। মোঃ আনোয়ার হোসেন মানিক (৪০) – ১৫ দিন ২৩। মোঃ আব্দুর রহিম (২৩) – ০৭ দিন ২৪। মোঃ শাকিল হোসেন (২৪) – ১ মাস ২৫। মোঃ রাজু আহমেদ (২৮) – ১ মাস ২৬। মোঃ আল-আমিন (৩২) – ১ মাস ২৭। মোঃ রিদয় হোসেন (২৭) – ১মাস ২৮। মোঃ রমজান (২৪) – ১৫ দিন ২৯। মোঃ মনির (২৪) – ১৫ দিন ৩০।মোঃ নজরুল ইসলাম বাবু (৩২) – ১ মাস ৩১।মোঃ অলিল (২৭) – ১৫ দিন ৩২। মোঃ মুন্না (৩৯) – ১৫ দিন ৩৩। মোঃ নুরুল আমিন (৩৮) – ১৫ দিন ৩৪। মোঃ বাদশা (২০) – ১ মাস ৩৫। মোঃ নিরাজ উদ্দিন (২২) – ০৭ দিন ৩৬। মোঃ সিয়াম (২৪) – ১৫ দিন ৩৭। মোঃ শাহিন (৩০) – ১ মাস ৩৮। মোঃ সিফাত (২০) – ১৫ দিন ৩৯। মোঃ শাকিল (১৮) – ১৫ দিন ৪০। মোঃ ওমায়ের (২৬) – ১৫ দিন ৪১। মোঃ সায়মন (৩০) – ১ মাস ৪২। মাসুম (৩২) – ১ মাস ৪৩। তৈহিদ (৪২) – ১ মাস ৪৪। নাঈম (২৭) – ১৫ দিন ৪৫। সোহেল (৩০) – ১৫ দিন ৪৬। রেজাউল (৪৬) – ১৫ দিন ৪৭। রতন (২৭)- ১ মাস ৪৮। জাকির হোসেন (৪৮) – ১ মাস ৪৯। শফিকুল (৩৮) – ১ মাস ৫০। শফিক (৩৮) – ১ মাস ৫১। রাজন (৩৫) – ১৫ দিন ৫২। জহির (৩২) – ১ মাস ৫৩। বিল্পব (২৮) – ১৫ দিন ৫৪। ফরিদ (৫৫) – ১ মাস ৫৫। আরমান (১৯) – ১ মাস ৫৬। খোকন আলম (৩৩) – ১ মাস ৫৭। খুরশিদ মোশারফ (৬০) – ১ মাস ৫৮। নাঈম উদ্দিন সামির (২১) – ১ মাস প্রমুখ। যাচাই -বাছাই করা হচ্ছে যারা এই হাসপাতালে দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করছে তাদের পরিচয় পত্র না থাকায় তাদেরকেও আটক করা হয়েছে,উপযুক্ত কাগজপত্র পেলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

Share.