ঢাকা-১৭ আসনে নৌকার ফরম কিনলেন ২২ জন

0

ঢাকা অফিস: প্রয়াত নায়ক ফারুকের আসনের (ঢাকা-১৭) উপ-নির্বাচনে নৌকার ফরম কিনেছেন ২২ জন। মঙ্গলবার (৬ জুন) আওয়ামী লীগের দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেক থানার ১৫, ১৮, ১৯, ২০ ও ৯৫ নং ওয়ার্ড এবং ক্যান্টনমেন্ট ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। নৌকার ফরম কিনেছেন যারা- আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য মো. আলী আরাফাত, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আবদুল কাদের খান, বনানী থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম জসিম উদ্দিন, আরাফাত আশওয়াদ ইসলাম, মোহাম্মদ মুসা, মো. জাকির হোসেন, কানিজ ফাতেমা সুলতানা, মোহাম্মদ আলী আরাফাত, মোহাম্মদ আবদুল কাদের, এ, কে, এম জসিম উদ্দিন, হেফজুল বারী মোহাম্মদ, আবদুল হাফিজ মল্লিক, অভিনেতা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, অভিনেতা ড্যানি সিডাক, নায়ক ফেরদৌস আহমেদসহ ২২ জন মনোনয়ন ফরম কিনেছেন। গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চিত্রনায়ক ফারুক। পরে তার আসন শূন্য ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা-১৭ শূন্য আসনে ভোট হবে আগামী ১৭ জুলাই। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই ১৮ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন।

Share.