ঢাবির ‘ক’ ইউনিটের সংশোধিত ফল প্রকাশ, পাসের হার ১৫.৯৩

0

ঢাকা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ১৫.৯৩ শতাংশ । রবিবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে ২০ অক্টোবর বাংলাদেশ সময় দুপুরে এই ইউনিটের ফল প্রকাশ করা হয় কিন্তু বাংলাদেশ সময় সন্ধ্যায় ভুলের অভিযোগে সেই ফল স্থগিত ঘোষণা করেন অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.du.ac.bd এবং মুঠোফোনে ক্ষুধে বার্তা পাঠিয়ে ফল জানতে পারবেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৮ অক্টোবর থেকে ১১ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত ফরম ও ‘চয়েস ফরম’ পূরণ করতে হবে। এছাড়াও নির্ধারিত ফি দিয়ে ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে।

Share.