তথ্য লুকিয়েছেন মমতা?

0

ডেস্ক রিপোর্ট: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দামামা বাজছে জোরেশোরেই। নির্বাচনী আবহে নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী মমতা মমতা ব্যানার্জীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ দিয়েছেন একই আসনের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।তার অভিযোগ, মনোনয়নের হলফনামায় তথ্য গোপন করেছেন মমতা। তাই মমতার মনোনয়ন বাতিলের আবেদন করেছেন এই বিজেপি নেতা।জানা গেছে, স্থানীয় সময় সোমবার পূর্ব মেদিনীপুরের তমলুকে সভা করেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সেখান থেকে মমতা ব্যানার্জীর বিরুদ্ধে নানান অভিযোগ করেন তিনি।শুভেন্দুর অভিযোগ, হলফনামায় তথ্য গোপন করেছেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মোট ৬টি ফৌজদারি মামলা রয়েছে। যার মধ্যে ৫টিই আসামে। আরেকটি সিবিআইয়ের। হলফনামায় এই মামলাগুলির উল্লেখ করেননি তিনি।ওই বিজেপি নেতা জানিয়েছেন, ইতিমধ্যেই তিনি এবিষয়ে নির্বাচন কমিশনকে জানিয়েছেন। মমতার মনোনয়ন বাতিলের আবেদনও করেছেন। এদিনের সভায় মমতাকে মিথ্যেবাদীও বলেন তিনি। তার ভাষায়, প্রথম দিন থেকেই শুধু মিথ্যে কথা বলে চলেছেন উনি (মমতা)।

Share.