ইজরাইলে কোটি কোটি টাকা ঢালবে আমিরাত!

0

ডেস্ক রিপোর্ট: সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স জায়েদ আল নাহিয়ান ইজরাইলে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগের ইচ্ছা পোষণ করেছেন। বাংলাদেশি মুদ্রায় যা ১০১ কোটি টাকারও বেশি। সোমবার ইজরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এ কথা জানান।ইজরাইলের আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাত্কারে নেতানিয়াহু বলেন, আবুধাবির ক্রাউন প্রিন্স তাকে বলেছিলেন যে তিনি (প্রিন্স) এমন প্রকল্পে অংশীদার হতে চান যা করোনা মহামরীর পরও ইজরাইলের অর্থনীতির প্রবৃদ্ধি ঘটাবে।তবে এখনও পর্যন্ত নেতানিয়াহুর এমন বক্তব্য সম্পর্কে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।এর আগে গত বৃহস্পতিবার নেতানিয়াহুকে সংযুক্ত আরব আমিরাতে তার অফিসিয়াল সফর স্থগিত করতে হয়েছিল। কারণ আমিরাতে যাওয়ার পথে তার বিমানকে জর্ডানের আকাশসীমা ব্যবহার করতে হতো। কিন্তু জর্ডান নেতানিয়াহুকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি।ডাব্লিউএএম-র সরকারী সংবাদ সংস্থা জানিয়েছে, ওই সফর বাতিল হওয়ার পরও সংযুক্ত আরব আমিরাত ইজরাইলে ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল চালু করতে সম্মত হয়েছে।

Share.