তাইওয়ানের আকাশে চীনের ৩৭ যুদ্ধবিমান

0

ডেস্ক রিপোর্ট তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীনের ৩৭টি যুদ্ধবিমান প্রবেশ করেছে। আজ বৃহস্পতিবার ছয় ঘণ্টার মধ্যে এসব যুদ্ধবিমান প্রবেশ করে বলে জানিয়েছে দ্বীপরাষ্ট্রটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তাইওয়ানের পক্ষ থেকে বলা হয়েছে, চীনা সামরিক বাহিনীর একদিনে পরিচালিত এটি বড় ধরনের অভিযান। চীন স্বায়ত্বশাসিত তাইওয়ানকে নিজের এলাকা বলে দাবি করে। দেশটি অঙ্গীকার করেছে, প্রয়োজনে বলপ্রয়োগ করে হলেও একদিন তাইওয়ানকে তাদের দখলে নেবে। সাম্প্রতিক বছরগুলোতে চীন দেশটির আকাশ প্রতিরক্ষা অঞ্চলে অনুপ্রবেশ বাড়িয়েছে। এএফপি বলছে, ২০২২ সালের তুলনায় তা প্রায় দ্বিগুণ। তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সান লি-ফ্যাং বৃহস্পতিবার ঘোষণা দেন, স্থানীয় সময় ভোর ৫ টা থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা সীমায় চীনের মোটে ৩৭ টি যুদ্ধবিমান প্রবেশ করেছে। সকাল ১১টার দিকে সান আরও বলেছেন, এসব যুদ্ধবিমানের বেশ কিছু দীর্ঘ-পরিসরের প্রশিক্ষণের অংশ হিসেবে পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে চলে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেশটির মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তাইওয়ানের সামরিক বাহিনী গভীরভাবে এ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইতোমধ্যে টহল বিমান, নৌযান এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানো হয়েছে।

Share.