তাইওয়ানের কাছে ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

0

ডেস্ক রিপোর্ট: তাইওয়ানের কাছে এক দশমিক এক বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত বেইজিং-ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটাতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। শুক্রবার পেন্টাগন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা বলেন, অস্ত্র বিক্রির মধ্যে ৬০টি যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ১০০টি বিমান থেকে বিমানে হামলার ক্ষেপণাস্ত্র, রাডার প্রোগ্রামসহ আর সামরিক যুদ্ধাস্ত্র রয়েছে। গত সপ্তাহের শুরুতে মার্কিন সংবাদমাধ্যম পোলিটিকো প্রথমবার তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির খবর প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের একজন মুখপাত্র জানান, তাইওয়ানের নিরাপত্তার জন্য সামরিক অস্ত্র প্রয়োজন। তাইওয়ানের সামরিক বাহিনীকে আরও আধুনিকায়ন এবং প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করতে নতুন অস্ত্র বিক্রির বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিদর্শন। শুক্রবারই বেইজিংয়ের পক্ষ থেকে অবিলম্বে নতুন এ অস্ত্র বিক্রির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানানো হয়। বিপরীতে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী নতুন অস্ত্র বিক্রির সিদ্ধান্তে অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share.