তাইওয়ানের কাছে ১১০ কোটি বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা বাইডেনের

0

ডেস্ক রিপোর্ট: তাইওয়ানের কাছে ১১০ কোটি বিলিয়ন মার্কিন ডলারের সামরিক অস্ত্র বিক্রির জন্য কংগ্রেসের কাছে অনুমতি চাইবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। সামরিক অস্ত্রের মধ্যে ৬০টি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং বিমান থেকে অন্য বিমানকে লক্ষ্যবস্তু করার ক্ষমতাসম্পন্ন ১০০টি ক্ষেপণাস্ত্রও রয়েছে। চীনের দাবি তাইওয়ান তাদের অধিভুক্ত একটি অঞ্চল। চলতি মাসে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন। তার ওই সফরকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই নতুনভাবে তাইওয়ানের কাছে এক দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কারণ যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রতিরক্ষা নিশ্চিতে আইনত বাধ্য। গত রবিবার বেইজিং-ওয়াশিংটনের মধ্যে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধাজাহাজ তাইওয়ানের জলসীমায় প্রবেশ করে। বাইডেন প্রশাসন তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে উত্থাপনের পর কংগ্রেসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হবে। শিগগিরই এ প্রস্তাবটি পাশ হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আরও বিভিন্ন প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় আছে।

Share.