তানজানিয়ায় অজ্ঞাত রোগে তিনজনের মৃত্যু

0

ডেস্ক রিপোর্ট: তানজানিয়ার দক্ষিণে এক অজ্ঞাত রোগে তিনজন মারা গেছেন। এ ছাড়া, আরও ১০ জন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গতকাল বুধবার দেশটির প্রধান মেডিকেল অফিসার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। এখনও পর্যন্ত ওই রোগে ১৩ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। এর মধ্যে মাত্র ১ জন সম্পূর্ণ সুস্থ হয়েছেন। আর বাকিদের হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। তিনি আরও জানান, রোগটির প্রাথমিক লক্ষণ হচ্ছে জ্বর, মাথাব্যাথা, নাক দিয়ে রক্ত পড়া। অজ্ঞাত রোগটি শনাক্তে একটি মেডিকেল বিশেষজ্ঞ দল কাজ করছে। এ রোগটি নিয়ে উদ্বিগ্ন না হতে দেশের জনগণকে আহ্বান জানিয়েছেন ওই কর্মকর্তা। আরটির প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাত রোগটির সঙ্গে ইবোলো এবং মারবার্গ ভাইরাসের কিছুটা সাদৃশ্য রয়েছে। দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান গত মঙ্গলবার এক বিবৃতিতে জানান, প্রাণীর সঙ্গে মানুষের সংস্পর্শের কারণে রোগটির উৎপত্তি হয়ে থাকতে পারে। তবে তিনি তার বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। এমনকি কী ধরণের প্রাণীর সংস্পর্শের কারণে রোগটির জন্ম তাও খোলাসা করে বলেননি।

Share.