তিউনিসিয়ায় ৫৭ বিচারককে বরখাস্ত

0

ডেস্ক রিপোর্ট:  দুর্নীতি ও সন্ত্রাসীদের রক্ষার অভিযোগে দেশটির ৫৭ জন বিচারককে বরখাস্ত করেছেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদ। আল জাজিরা জানায়, স্থানীয় সময় বুধবার ৫৭ বিচারককে একসঙ্গে বরখাস্ত করা হয়। বহিষ্কৃতদের মধ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সাবেক প্রধান ইউসুফ বাউজাকারও রয়েছেন। গত ফেব্রুয়ারিতে এই কাউন্সিল বাতিল করেছিলেন প্রেসিডেন্ট সাঈদ। এক টেলিভিশন বক্তব্যে প্রেসিডেন্ট কায়েস সাঈদ বলেন, জুডিশিয়ারি বিভাগকে শুদ্ধ করার জন্য বার বার সুযোগ দেওয়া হয়েছে, শুধু তাই নয় সতর্কও করা হয়েছে। প্রেসিডেন্টের বক্তব্যের কয়েক ঘণ্টার পর সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বিচারকদের বরখাস্তের ঘোষণা দিয়ে একটি ডিক্রি জারি করা হয়। বিশ্লেষকদের মতে, দেশটির বিচার বিভাগের উপর কর্তৃত্ব স্থাপনের লক্ষ্যেই এই ধরনের পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট সাঈদ। বিচারকদের বরখাস্তের মধ্য দিয়ে দেশটির স্বাধীন বিচার বিভাগে নগ্ন হস্তক্ষেপের চেষ্টা করছেন তিনি।

Share.